মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে আগামী নভেম্বর থেকে ওমরাহ’র অনুমতি দিবে ওমান, রবিবার (৪-অক্টোবর) এই তথ্য জানিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্র জানানো হয়েছে যে, সৌদিআরবে ওমরাহ করতে ইচ্ছুক ব্যাক্তিদের চলতি বছরের নভেম্বরের মধ্যে সৌদিআরব যাওয়ার অনুমতি দেওয়া হবে।
সৌদিআরবের ঘোষণা অনুযায়ী আপাতত শুধুমাত্র নিজ দেশের নাগরিক ও পার্শ্ববর্তী দেশগুলোর নাগরিকরাই উমরাহ করতে পারবেন বলে জানানো হয়েছে। ওমানকে ওমরাহ করার সুযোগ দেওয়ায় সৌদিআরবকে স্বাগত জানিয়েছে ওমান।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, “আমরা আশা করছি যে এই বছরের নভেম্বরে ওমানে থেকে ওমরাহ’র জন্য নাগরিকদের সৌদিআরব যাওয়ার অনুমতি দেওয়া হবে। কারণ সৌদিআরব দেশের বাইরে থেকে আসা নাগরিকদের আগামী পহেলা নভেম্বর থেকে ওমরাহ করার অনুমতি দিবে। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ ই অক্টোবর থেকে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ এবং পহেলা নভেম্বর থেকে দৈনিক ৬০ হাজার মানুষ উমরাহ করার অনুমতি পাবে।
ওমানের সব সংবাদ দেখুন প্রবাস টাইম বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















