সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এ নিয়ে এ পুরস্কারের জন্য তার নাম চতুর্থবারের মতো প্রস্তাব করা হলো। বুধবার (৩১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নের জন্য চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে মনোনীত করা হয়েছে। ট্রাম্পের দলেরই এক আইনপ্রণেতা তার নাম প্রস্তাব করেছিলেন।
আব্রাহাম অ্যাকর্ড হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের চুক্তি। পরে এ চুক্তিতে যুক্ত হয় মরক্কো ও সুদান। ২০২০ সালের এ চুক্তিতে মধ্যস্থতাকারী ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক বিবৃতিতে নিউইয়র্কের রিপাবলিকান সদস্য ক্লডিয়া টেনি বলেন, দশকের পর দশক ধরে আমলা পররাষ্ট্রনীতিসহ পেশাদার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি সম্ভব নয় বলে জোর দিয়ে আসছে। তবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি ভুল প্রমাণ করে দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৭৮ সালে মিশর-ইসরায়েল শান্তিচুক্তি এবং ১৯৯৪ সালের অসলো চুক্তি নোবেল শান্তি পুরস্কার জিতেছিল। কিন্তু আব্রাহাম অ্যাকর্ডকে সেভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি।
এর আগে ২০২০ সালে এ চুক্তিতে ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ট্রাম্প। ওই সময়ে নরওয়েজিয়ান পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-গেড্ডে তার নাম প্রস্তাব করেছিলেন।
এর আগে ২০১৯ সালেও নরওয়ের এ রাজনীতিবিদ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। এরপর ২০২১ সালেও তাকে এ খাতে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
