মহামারী করোনা পরিস্থিতি দিনদিন স্বাভাবিক হচ্ছে। সেইসাথে গতি ফিরতে শুরু করেছে সকল বাণিজ্যিক সেক্টরে। ইতিমধ্যেই ওমানের বেশকিছু বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রবাস টাইমের কাছে পাঠানো ২টি বিজ্ঞপ্তি অনুসারে ওমানের মাস্কাটে অবস্থিত কাফ ফুড কোম্পানির জন্য একাধিক লোক নিয়োগ করা হবে। টেরিটরি সেলস ম্যানেজার (TSM) এবং সেলস অফিসার (SO) পদের জন্য লোক নিচ্ছে কাফ ফুড এলএলসি। উচ্চমাধ্যমিক পাশ হলেও চলবে, তবে স্নাতক পাশ এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে। কাফ ফুডে চাকরীর জন্য 93686338 এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
অপরদিকে ওমানের মুসান্দাম প্রদেশের খাসাব শহরের সেন্ট্রাল লোকেশনে ২ জন সেলুনের কাজ জানা লোক নিবে একটি বাংলাদেশী প্রতিষ্ঠান। বেতন অথবা ৫০% পার্টনার অথবা মাসিক কন্ট্রাক্ট, যেকোনো সিস্টেমে সেলুনে কাজ করতে পারবে আগ্রহীরা। ২ টা প্রতিষ্ঠানেই তানাজুলের সুযোগ রয়েছে বলে প্রবাস টাইমকে জানিয়েছেন উক্ত দুই প্রতিষ্ঠানের মালিক পক্ষ। সেলুনে কাজ করতে ইচ্ছুক এমন আগ্রহীদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে। ৯৩৮৬৮৩৫১
আরো দেখুনঃ ওমানের অসাধু চক্রের মুল হোতা শনাক্ত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
