পর্তুগালের রাজধানী লিসবনসহ বিভিন্ন শহরে গতকাল ২৭ জানুয়ারি স্থানীয় কয়েকটি সংগঠনের ডাকে তৃতীয়বারের মতো ন্যায্য ভাড়া মূল্যে বাসা বাড়ির দাবিতে হাজার হাজার পর্তুগীজ বিক্ষোভ করেন।
উল্লেখ্য করোনা মহামারির পর থেকে অধিক হারে অধিবাসী বৃদ্ধিসহ নানান কারণে পর্তুগালে পর্যাপ্ত পরিমাণে বাসা বাড়ি সংকট দেখা দিয়েছে এবং সেই সাথে বাসা বাড়ির ভাড়া কয়েকগুণ বৃদ্ধির কারণে নাগরিকদের হিমশিম খেতে হচ্ছে।
যেখানে একজন নাগরিকের বর্তমান সাধারণ মাসিক ইনকাম ৭৬০ ইউরো সেখানে লিসবন বা তার আশপাশে ২ রুমের একটি বাসা ভাড়া সর্বনিম্ন ৮৫০ থেকে ১২০০ ইউরো।
আলামেডা থেকে রোয়া অগাস্টা পর্যন্ত দীর্ঘ রাস্তায় সকল ব্যাকগ্রাউন্ডের লোকেরা রাস্তায় নামেন। এবং এই সময়ে প্লে কার্ড হাতে বিভিন্ন শ্লোগান দেন যেমন “ন্যায্য একটা বাসা চাই – ন্যায্য একটা জীবন চাই ” “ভাড়া কমিয়ে দিন, চুক্তি বাড়াও” “সবার জন্যে বাসা চাই ” ইত্যাদি স্লোগান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
