প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে।
“বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা ও কর্মসূচির ফলে দেশ আজ সকল ক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধন করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণ সাধনের জন্যে। কাঙ্খিত উন্নয় বাস্তবায়নের জন্যে। জামায়াত-বিএনপির দেশ ধ্বংসের নীল নকশা রুখে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
