ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির বাংলাদেশি প্রতিষ্ঠান আল বারাকা গ্রুপ। ভিন্ন ভিন্ন পদে আকর্ষণীয় বেতনে শুধুমাত্র বাংলাদেশিদের নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। আবেদন করতে প্রার্থীদের নির্ধারিত ইমেইল ঠিকানায় সিভি পাঠাতে হবে। এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ করেও সিভি জমা দেয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে কোনো প্রকার কল বা ভয়েস মেসেজ গ্রহণ করা হবেনা।
বিজ্ঞপ্তিতে ট্রাভেল কনসালটেন্ট, কম্পিউটার অপারেটর, হোটেল রিসিপশন, হাউজকিপার, বাবুর্চি, রেস্টুরেন্ট ওয়েটার, সুইট এন্ড বেকারি, রেডিমেড গার্মেন্টস সেলসম্যান নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে। এছাড়া ফুটওয়্যার এবং লাগেজ সেলসম্যান, মোবাইল এবং ইলেক্ট্রনিক্স সেলসম্যান, ফ্রুটস এবং ভেজিটেবল সেলসম্যান ও ফুডস্টাপ সেলসম্যানসহ মোট ১২ পদে নিয়োগ দেবে তারা।
এসব পদে আবেদনের জন্য শর্ত হিসেবে নির্দিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রযোজ্য হবে। এছাড়া রেডিমেড গার্মেন্টস সেলসম্যান হিসেবে পুরুষদের পাশাপাশি নারীরাও আবেদন করার সুযোগ পাবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















