মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমানের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত দেশটির সর্বোচ্চ পরিষদ সুপ্রিম কমিটি থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই কমিটির আইন লঙ্ঘনের অপরাধে ওমানের দাখেলিয়াহ অঞ্চল থেকে অসংখ্য ওমানি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সুপ্রিম কমিটির আইন অমান্যকরে তারা গন জমায়েত করেছিলো বলে উল্লেখ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে দেশটির রয়্যাল ওমান পুলিশ।
অপরদিকে গতকাল (২৫-সেপ্টেম্বর) রাতে ওমানের মাতরাহ অঞ্চলে একটি শিশা হোটেল অভিযান চালিয়েছে পুলিশ। অনুমতি না নিয়েই উক্ত রেস্টুরেন্টে নাইট পার্টির আয়োজন করেছিলো বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই উক্ত রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ।
আরো পড়ুনঃ শুধুমাত্র বৈধ ভিসাধারীরাই পাচ্ছেন ওমানে আসার সুযোগ
ওমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশটির সকল নাগরিক এবং প্রবাসীদের সুপ্রিম কমিটির সকল নির্দেশনা যথাযথ মেনে চলতে বলা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা সহ কারাদন্ডের বিধান রেখে নতুন আইন করেছে ওমান সরকার। এমতাবস্থায় ওমানে বসবাসরত সকল প্রবাসীদের দেশটির সরকারের দেওয়া সকল আইন কানুন মেনে চলতে অনুরোধ জানিয়েছেন ওমানের বিশিষ্ট প্রবাসীরা।
আরো দেখুনঃ ওমানের আজকের গুরুত্বপূর্ণ সংবাদ
আরো পড়ুনঃ ওমানে আউটপাশের পূর্বাভাস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
