চলতি বছরেই দশ শতাংশ ভ্যাকসিন সরবরাহ করার ঘোষণা ওমানের, প্রথমেই পাবেন ফ্রন্টলাইন কর্মীরা
চলতি বছরেই মধ্যপ্রাচ্যের দেশ ওমানে দশ শতাংশ ভ্যাকসিন সরবরাহ করার ঘোষণা দিয়েছে ওমান। তবে প্রথমে এই ভ্যাকসিন পাবেন দেশটির ফ্রন্টলাইন কর্মীরা। এই বছরের শেষ নাগাদ এই ভ্যাকসিন ওমানে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডঃ মোহাম্মদ বিন সাইফ আল হোসনি।
চলতি বছরের শেষের দিকে কোভ্যাক্স থেকে ১০ শতাংশ ভ্যাকসিন গ্রহণ করার কথা জানান তিনি। বাকী ১০ শতাংশ অন্যান্য ভ্যাকসিন নির্মাতাদের কাছ থেকে পরে গ্রহণ করা হবে। ভ্যাকসিন পেলে সর্বপ্রথম স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং সামরিক কর্মী যারা করোনাকালে ফন্টলাইনে থেকে কাজ করেছে তারা এই ভ্যাকসিন আগে পাবে বলে জানান তিনি।
আল হোসনি আরও বলেন, “করোনা রোগীদের থাকার জন্য রেফারেন্স হাসপাতালের বোঝা কমাতে নতুন ফ্লিড হাসপাতাল নির্মাণ করছে ওমান সরকার। নির্মিত হাসপাতালটি প্রথম মাসের ১০০ টি সহ মোট ৩১২ টি শয্যা সহ চলতি মাসের শেষের দিকে বা অক্টোবরের প্রথম দিকে শুরু হবে। এটি ৩২৪ শয্যাবিশিষ্ট একটি থাকার জায়গা রয়েছে যা প্রয়োজনে ভবিষ্যৎতে হাসপাতালে রূপান্তর করা হবে।”
আরো পড়ুনঃ ওমান প্রবেশে আর কোনো বাধা নেই
ভ্যাকসিনের জন্য ওমান ইতিমধ্যেই গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (COVAX) যোগ দিয়েছে বলে জানান আল হোসনি। কোভ্যাক্স থেকে প্রথম পর্যায়ে ১০ শতাংশ ভ্যাকসিন দিলেও পরবর্তীতে আরো ১০ শতাংশ ভ্যাকসিন প্রদান করবে বলে জানান তিনি। সুত্রঃ ওমান ডেইলি
আজকের বুলেটিন দেখুন ওমানের সব সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
