সাম্প্রতিককালে নিরাপত্তাজনিত ঘটনাসমূহের কারণে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান নৌ বাহিনী। গতকাল রোববার দেশটির নৌ বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।
ওই মুখপাত্র বলেছেন, পাকিস্তানের বাণিজ্যিক রুটের নিরাপত্তা নিশ্চিত রাখতে পাকিস্তান নৌ বাহিনী আরব সাগরে তাদের মহড়া অব্যাহত রাখবে। আরব সাগরে ভারতীয় ক্রুসহ জাহাজ ছিনতাইয়ের ঘটনার পরেই পাকিস্তান এ পদক্ষেপ নিলো।
গত মাসে ভারতীয় নৌ বাহিনী বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ মোতায়েন করে। শেষমেশ পাকিস্তানও একই পথে হাঁটল। লোহিত সাগরে সম্প্রতি বিভিন্ন জাহাজের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এ ছাড়া পাকিস্তানগামী এক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় দায় স্বীকার করেছে ইরান সমর্থিত হুথি।
এ নিয়ে এক বিবৃতিতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, নৌ বাহিনী পাকিস্তান ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক রুটগুলোর ক্রমাগত আকাশ নজরদারিও করা হচ্ছে ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
