অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আবারও ভিসাবিহীন কর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় জোহর উলু চোহ-তে একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০ জন নথিবিহীন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তার এই প্রবাসীদের মধ্যে ১০৮ জন বাংলাদেশি বলে জানা গেছে।
জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রধান সড়ক থেকে অনেক দূরে অবস্থিত নির্মাণ শ্রমিকদের ডরমেটরিতে ১৪০ জন এনফোর্সমেন্ট অফিসার অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীকে যাচাই করে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুইজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন পুরুষ রয়েছেন। বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের জন্য অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে মালয়েশিয়ার গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, সেখানকার ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ১৫(১)(সি) ধারার অধীনে গ্রেপ্তার কর্মীদের জোহর ইমিগ্রেশন ডিপোতে নেয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থার অংশ হিসেবে তাদের আদালতে প্রেরণ করা হবে।
এর আগে ৩০ ডিসেম্বর মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন অভিবাসীকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ওইদিন স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
