ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারেক দেশটির আয়কর আইনের কয়েকটি বিধান সংশোধন করে নতুন এক রয়্যাল ডিক্রি জারি করেছেন। সংশোধিত অনুচ্ছেদ ১ এ বলা হয়েছে, এই ডিক্রিতে সংযুক্ত সংশোধনীগুলি উপরোক্ত উল্লিখিত আয়কর আইনে প্রয়োগ করা হবে। অনুচ্ছেদে ২ অনুযায়ী এখন থেকে অর্থমন্ত্রীর পরিবর্তে কর কর্তৃপক্ষের চেয়ারম্যান লিখতে হবে। ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী নতুন এই ডিক্রি বা সংযুক্ত সংশোধনী বা বিধানগুলির বিপরীতে যেগুলি বিরোধী তা বাতিল বলে গণ্য হবে। ৪ নং অনুচ্ছেদ অনুযায়ী নতুন এই ডিক্রিটি সরকারী গেজেটে প্রকাশিত হবে। প্রকাশের তারিখের পরের দিন থেকে কার্যকর শুরু হবে।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
এতে আরো বলা হয়েছে, উল্লিখিত আয়কর আইনের অনুচ্ছেদ (১৪০) ব্যতীত এই সংশোধনগুলো আগামী বছরের জানুয়ারি বা এর পরবর্তী ট্যাক্সের বছরগুলিতে শুরু হবে। এছাড়াও আরও একটি রয়্যাল ডিক্রি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, কর কর্তৃপক্ষ ব্যবস্থা ও এর সাংগঠনিক কাঠামোর অনুমোদন ওমান কাউন্সিলের কাছে উপস্থাপন করতে হবে।
আরো দেখুনঃ ওমানে ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, বিস্তারিত দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
