মানবপাচারের আশঙ্কায় ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে একটি বিমানবন্দরে বিপুল সংখ্যক ভারতীয়সহ একটি বিমানকে আটকে রেখেছিল ফরাসি কর্তৃপক্ষ। তবে কয়েকদিন আটকে রাখার পর বিমানটিকে ছেড়ে দিয়েছে ফ্রান্স। বিমানটি নিকারাগুয়ায় যাওয়ার কথা থাকলেও সেটি আবার ভারতে ফিরে এসেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ-৩৪০ চার্টার্ড বিমানটি দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার সময় জ্বালানি নেওয়ার জন্য ফ্রান্সে নেমেছিল। তখনই অজানা মানুষের কাছ থেকে সতর্কবার্তা পায় ফরাসি কর্তৃপক্ষ। বলা হয়, ওই বিমানে করে মানবপাচার করা হচ্ছে। বিমানে ৩০৩ জন যাত্রী ছিলেন। তার মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক, তাদের সঙ্গে কোনও অভিভাবক নেই। পরে বিমানটি আটকে দেওয়া হয়।
বিবিসি বলছে, বিমানটি ভারতে ফেরার সময় ২৭৬ জন যাত্রী নিয়ে এসেছে। বাকিরা আশ্রয়ের জন্য আবেদন করার পর ফ্রান্সে থেকে গেছেন। ভারতের স্থানীয় সময় মঙ্গলবার ভোরে লিজেন্ড এয়ারলাইন্সের ফ্লাইটটি মুম্বাইয়ে অবতরণ করে। বিমানে থাকা অধিকাংশই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী ভারতীয় বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের এক-তৃতীয়াংশ আবার ভারতের ধনী পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
