অবশেষে বাহরাইন-ইসরাইলের সম্পর্ককে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। আজ রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন তাদের টুইটার একাউন্টে এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ঘোষণায় মিশর, জর্ডান ও আরব আমিরাতের পর ওমান আজ বাহরাইনকে স্বাগত জানায়। ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য নিশ্চিত করে।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে সম্প্রতি আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে। ইতিপূর্বে মধ্যপ্রাচ্যের কেবল মিশর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল।
তবে ওমান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কিছু আরব রাষ্ট্রের কৌশলগত এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রাখবে। বিশেষত ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ভূখণ্ড দখল বন্ধে সহায়তা করবে এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ব্যাপক ভূমিকা পালন করবে।
গত ১৩ আগস্ট ইসরায়েল-আমিরাত স্বাভাবিক সম্পর্কের ঘোষণার পর ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক এক মন্ত্রী বলেন যে ওমানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে পারে। কিন্তু আমিরাত ও বাহরাইনের সিদ্ধান্তকে ওমান স্বাগত জানালেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার বিষয়ে নিজেদের কোনো কিছু এখনও বলেনি। ২০১৮ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ওমান সফরকালে দেশটির প্রয়াত সুলতান কাবুসের সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন।
এদিকে ইসরায়েল ও বাহরাইন স্বাভাবিক সম্পর্ক স্থাপন করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে অতি গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেন্দ আল-ওতাইবা। তিনি এক টুইটার বার্তায় দাবি করেন, এই সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও স্বস্তির পরিবেশ ফিরে আসবে।
আরো পড়ুনঃ ওমান সুপ্রিম কমিটির নতুন ঘোষণা
এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বাহরাইনি পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে বলেছে, বাহরাইন সরকার এ কাজ করে ফিলিস্তিনি জাতির প্রতি ‘চরম বিশ্বাসঘাতকতা’ করেছে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াসহ এই অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত বাহরাইনের শাসক নিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। বিবৃতিতে বলা হয়, আমেরিকার নির্দেশে বাহরাইনের একনায়কতান্ত্রিক সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
আরব দেশগুলোর শাসকদের ভাড়াটে এবং বিশ্বাসঘাতক বলে উল্লেখ করা হয় হিজবুল্লাহর বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, তারা এতদিন ইসরায়েলের সঙ্গে গোপনে যে সম্পর্ক বজায় রাখত, এখন তা প্রকাশ করে দিয়েছে মাত্র। কিন্তু কোনও যুক্তি দিয়েই মুসলমানদের প্রথম ক্বেবলা জবরদখলকারী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্যঃ ফিলিস্তিনদের অধিকার রক্ষায় আরব দেশগুলিকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় দেশ ওমান। বৃহস্পতিবার (১০-সেপ্টেম্বর) আরব লিগের ১৫৪তম অধিবেশনের ভার্চুয়াল বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদী বলেন, “ফিলিস্তিনের “শান্তির ভূমির নীতি” ভিত্তিক একটি সমাধানের জন্য আরব দেশগুলিকে এগিয়ে আসতে হবে। আল বুসাইদী মধ্য প্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আরব বিশ্বের সমস্যা ও চ্যালেঞ্জেরে বিষয়ে আরো বলেন, ফিলিস্তিনিদের কিভাবে শান্তিপূর্ণ সমাধান পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা উচিত।”
আরো পড়ুনঃ যেসব শর্তে ওমান ফিরতে পারবেন আটকেপড়া প্রবাসীরা
ফিলিস্তিন জনগণের বৈধ অধিকার পাওয়ার জন্য এবং এই অঞ্চলে শান্তি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে আরব দেশ ও ফিলিস্তিনদের মধ্যে ন্যায়বিচার ও শান্তি অর্জন সম্ভব নয়। শান্তির জন্য ভূমির নীতি এবং ফিলিস্তিনের ভূমি ইজরাইল দখলের অবসান ঘটানো উচিত। বৈঠকে সুদানে বর্তমানে বন্য পরিস্থিতিতে ওমান তাদের সাধ্যমত সাহায্য সহযোগিতা করেছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমানের মাতরায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
