করোনা বিস্তার রোধে ওমানের অনুমোদিত সতর্কতামূলক পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে রয়্যাল ওমান পুলিশ গত ১৩ মার্চ থেকে দেশটির সকল ধরণের টুরিস্ট ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। অবশেষে আজ থেকে ওমানে পুনরায় চালু হলো ই ভিসা এপ্লিকেশন কার্যক্রম। এখনথেকে পুনরায় অনলাইনের মাধ্যমেই পূর্বের মতো ভিসার আবেদন করতে পারবেন। রবিবার প্রকাশিত একটি ভিডিওতে রয়্যাল ওমান পুলিশ এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ওমানে এখন থেকে কেউ চাইলে আরওপি’র এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। এতে আরো বলা হয়েছে, এখন থেকে দেশটির যেকোনো নাগরিক ই-ভিসার জন্য ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবে এবং সিস্টেমের সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন।”
আরো পড়ুনঃ ওমানে আবারো শ্রমিকদের অধিকার লঙ্ঘনের রেকর্ড
আরো দেখুনঃ ওমানের মাতরায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
