ওমানের মাস্কাটের মাতরাহ অঞ্চলে একটি পুরাতন ভবনে সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই এক প্রবাসীর মৃত্যু হয়েছে এবং আরেকজনের অবস্থা গুরতর। শনিবার (১২-সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যু ব্যক্তি এবং আহত ব্যক্তি দুইজনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে স্থানীয় প্রবাসীরা। এতে গুরতর আহত অবস্থায় অপর প্রবাসীকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। শনিবার পাবলিক অথোরিটি ফর সিভিল ডিফেন্স এন্ড এ্যাম্বুলেন্স অনলাইনের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশিদের জন্য আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করলো মালয়েশিয়া
এদিকে ওমানের কুরিয়াত অঞ্চলের একটি পাহাড় থেকে পড়ে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। শনিবার ওমান এই তথ্য জানিয়েছে আরওপি। জানাগেছে, কোরিয়াতের ওয়াদি আল আরবায়েন পাহাড়ের চূড়া থেকে এক ব্যক্তি পড়ে যান। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও রয়্যাল ওমান পুলিশের উদ্ধারকারী দল এসে তাকে জীবিত উদ্ধার করে মাস্কাটে খোলা হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে ওমানের সিব অঞ্চলে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটোনা ঘটেছে। দমকল বাহিনীর তাৎক্ষনিক পদক্ষেপের কারণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা)।
আরো দেখুনঃ ওমানের মাতরায় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
