বাংলাদেশের একজন সাধারণ গাড়িচালক। কয়েক বছর আগে কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। সেখানে গিয়ে একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ শুরু করেন। দিনের পর দিন পরিশ্রম করে তিনি একদিন একটি লটারি টিকিট কিনলেন। লটারি ড্রয়ের দিন তিনি যখন খবর দেখছিলেন, তখন তার চোখ ছানাবড়া হয়ে গেল। তিনি লটারি জিতেছেন!
জ্যাকপট জিতে কী বললেন বাংলাদেশি গাড়িচালক
বাংলাদেশি গাড়িচালকের লটারি জেতার খবরটি জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাঁর নাম মহম্মদ। বয়স প্রায় ৫৬ বছর। রাস আল খাইমার বাসিন্দা তিনি। এক ব্যাক্তির গাড়ি চালাতেন তিনি। তিন কোটি টাকা মূল্যের লটারি জেতার পর তিনি যে উচ্ছ্বসিত হবেন, তা স্বাভাবিক।
লটারি জেতার পর মহম্মদ জানিয়েছেন, তারা ১৯ জনের একটি দল। গত এক বছর ধরে তারা প্রতি মাসে লটারির টিকিট কিনছেন। আর প্রতিবার দলেই সদস্যের নামে লটারি টিকিট কেনা হত। এই নিয়ে তৃতীয়বার তাঁর নামে কেনা হয়েছিল টিকিট।
বাংলাদেশি গাড়িচালক আরও জানিয়েছেন যে, এবার লটারি টিকিট কেনার সময় বিশেষ অফার পেয়েছিলেন তাঁরা। দু’টি টিকিট কিনলে, আরও দু’টি টিকিট বিনামূল্যে দেওয়া হচ্ছিল। মহম্মদ বলেছেন, দু’টি টিকিট তিনি এবং বাকি দু’টি টিকিট তাঁর বন্ধু পছন্দ করে কিনেছিলেন। তাঁর বেছে নেওয়া টিকিটই বিজয়ী হয়েছে বলে জানিয়েছেন ওই বাংলাদেশি।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
প্রায় ৩ কোটি টাকা জ্যাকপট জিতে উচ্ছ্বসিত মহম্মদ। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন। বাংলাদেশে একটি বাড়ি কেনার পরিকল্পনা করেছেন। সেই সঙ্গে লটারি থেকে প্রাপ্ত কিছু অর্থ বন্ধুদের দেবেন বলেও জানিয়েছেন মহম্মদ।
কি বলছেন লটারি আয়োজকরা?
চলতি ডিসেম্বর মাস জুড়ে লটারি টিকিট ক্রেতাদের আকর্ষণীয় অফার দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের লটারির আয়োজকরা। কোটি কোটি টাকা জেতার সুযোগ করে দিচ্ছেন তাঁরা। প্রতি সপ্তাহে সুযোগ থাকছে অর্থ উপার্জনের। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ মিলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকরা আরও জানিয়েছেন, বছরে শেষ দিনে থাকছে ১৩টি পুরস্কার। কোটিপতি হওয়ার হাতছানি যেমন থাকবে, তেমনি দেওয়া হবে নগদ পুরস্কার। সেই সঙ্গে পুরস্কার হিসেবে থাকবে একটি বাড়ি এবং বিএমডব্লু ও রেঞ্জ রোভার ভেলার মতো বিলাসবহুল গাড়ি।
লটারি টিকিট কিনতে হুড়োহুড়ি
সংযুক্ত আরব আমিরাতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের লটারি টিকিটের কাউন্টারগুলি পড়েছে বিশাল লাইন। হঠাৎ করে কোটিপতি হওয়ার স্বপ্ন এখন বিভোর সকলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
