ভারত ও ওমানের মধ্যে চলতি বছরের প্রথম নয় মাসে ৩৭০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। দেশ দুটি এখন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করার প্রত্যয় নিয়েছে। এ বাণিজ্যকে দেশ দুটির মধ্যকার শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আগামীতে আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চলতি সপ্তাহে নয়াদিল্লিতে ভারতীয় নেতাদের সঙ্গে সুলতান হাইথাম বিন তারিকের যে বৈঠক হয়েছে তা দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে ভূমিকা রাখবে। এছাড়া বিনিয়োগ ও সহযোগিতার মাধ্যমে বর্তমান কৌশলগত অংশীদারত্ব আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, ওমান ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের আকার ২০২৩ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ১৪৪ কোটি ৭০ লাখ ওমানি রিয়াল বা ৩৭০ কোটি ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে ওমান থেকে ভারতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৯২ লাখ ১৮ হাজার ওমানি রিয়াল বা ১৮০ কোটি ডলারে। এ সময় মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ভারত জ্বালানি তেল, খনিজ পণ্য, অ্যালুমিনিয়াম ও ইউরিয়া আমদানি করেছে।
অন্যদিকে ভারত থেকে ওমান আমদানি করেছে ৭৪ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ওমানি রিয়াল বা ১৯০ কোটি ডলারের পণ্য, এর অধিকাংশ ছিল চাল, মোটর জ্বালানি, প্রাকৃতিক পেট্রল, গম ও আকরিক লোহা। চলতি বছরের জুন পর্যন্ত ওমানে ভারতীয় বিনিয়োগ এসেছে ৩৭ কোটি ৮৪ লাখ ওমানি রিয়াল। গত বছর ১ হাজার ৭৪৪টি ভারতীয় কোম্পানি ওমানে মোটি ২৮ কোটি ১০ লাখ ওমানি রিয়াল বিনিয়োগ করেছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
