বিতর্কিত ৫৪ ধারায় আটককৃত প্রবাসীদের মুক্তির দাবীতে আজ ঢাকা জাতিয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভিপি নুরের সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এ সময় নেতারা তাদের বক্তব্যে প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সেইসাথে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা।
বর্তমান এই করোনাকালীন মুহূর্তে যখন দেশের সকল সেক্টরে ধ্বস নেমেছে, তখনো প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে উল্লেখ করে বক্তারা বলেন,
আরো পড়ুনঃ ওমান ফেরা নিয়ে জটিলতায় প্রবাসীরা
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ে যান ভিপি নুর। সেখানে ভিপি নুর সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রবাসীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মন্ত্রণালয়ে যান ভিপি নুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
https://www.facebook.com/105965494441324/videos/1058157637973509/?__so__=channel_tab&__rv__=all_videos_card
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
