ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানালেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি। বুধবার এক টুইট বার্তায় মন্ত্রী এই কথা বলেন।
আরো পড়ুনঃ ওমান ফেরা নিয়ে জটিলতায় প্রবাসীরা
মঙ্গলবার ওমানে আগত ব্রিটিশ প্রতিরক্ষা সচিবের সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু ও করোনা ভাইরাস মহামারীতে বিভিন্ন চ্যালেঞ্জগুলির বিষয়ে মতবিনিময় করার পাশাপাশি ওমান ও যুক্তরাজ্যের মধ্যে সুরক্ষা, প্রতিরক্ষা, অর্থনীতি এবং প্রত্যক্ষ বিনিয়োগসহ বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
