ওমানে চাকরীর ক্ষেত্রে ওমানিকরনের বিষয়ে আলোচনা করছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গতকাল ওমানের সোহার বন্দরের কয়েকটি শিল্প স্থাপনা পরিদর্শন শেষে দেশটির শ্রম মন্ত্রণালয়ের উপসচিব শেখ নাসের বিন আমের আল হোসনি বলেন, ওমানে বিভিন্ন ক্যাটাগরির চাকরির ক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে নতুন ভাবে পরিকল্পনা শুরু করেছে ওমান সরকার।
শ্রম মন্ত্রণালয়ের অনলাইনে জারি করা একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল ওমানের উত্তর আল বাতিনাহ শিল্পাঞ্চল ও সোহার বন্দরের বেশকিছু শিল্প স্থাপনা পরিদর্শন শেষে তিনি আরো বলেন, বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করার মাধ্যমে ওমানে বাণিজ্যিক কার্যক্রম আরো উন্নত করতে হবে। সেইসাথে সকল চাকরীতে ওমানিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সকল ধরনের প্রচেষ্টা ও পরিকল্পনা হাতে নিয়েছে শ্রম মন্ত্রণালয় এমন তথ্য জানান তিনি।
আরো পড়ুনঃ ওমানে আইসোলেশন সেন্টারে নতুন রোগী ভর্তির সংখ্যা শূন্যের কোটায়
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের জন্য আসছে দারুণ সুখবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
