শীতের আগমনী বার্তা পেলো ওমান। দেশটির আবহাওয়া বিভাগের তথ্যমতে, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে আগামী চারদিন অর্থাৎ রবিবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত ওমানের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা লক্ষণীয়ভাবে হ্রাসের কারণ হিসেবে এক বিবৃতিতে ওমানের আবহাওয়া অফিস জানায়, দেশটিতে উত্তর-পশ্চিমী তীব্র শুষ্ক বাতাসের কারণে তাপমাত্রার কমতে শুরু করবে এবং সাধারন তাপমাত্রার চেয়ে এসময়ে বেশি ঠান্ডা অনুভব হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
