কুয়েতে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহমদ (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়েতের মাংগাফ এলাকায় সাইকেল চালানো অবস্থায় একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের মতিচর গ্রামের আব্দুল জলিলের ছেলে ফাহিম।
নিহতের চাচাতো ভাই ইমন মিয়া জানান, সিগন্যাল ক্রস করার সময় অন্য একটি গাড়ি সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ফাহিম।
ফাহিম আহমদের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছয় বছর আগে কুয়েতে পাড়ি জমানোর পর থেকে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু অকস্মাৎ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই প্রবাসী বাংলাদেশি। বর্তমানে ফাহিমের মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনা হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
