ওমানে পুরুষ হয়েও নারীদের পোশাক পরে রাস্তায় ঘুরে বেরোনোয় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। রাতের আলোয় রাজধানী মাস্কাটে প্রকাশ্যে ওই দুই ব্যক্তি ঘোরাঘুরি করছিলো। খবরটি পুলিশের কাছে আসবার পরপরই তাদের গ্রেপ্তারে মাঠে নামে তারা।
ওমানে বিপরীত লিঙ্গের পোশাক পরাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। জনসম্মুখে এমন সাজসজ্জা সাধারণ নৈতিকতার বিপরীত। সেখানে হিজড়া সাজার বা এমন পোশাক পরার কোনো নিয়ম নেই। দেশটিতে নারীদের পোশাক পরায় এর আগেও অনেক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।
টাইমস অফ ওমানের খবরে বলা হয়েছে, ওই দুজন পুরুষ নারীদের পোশাক পরে রাস্তায় হাঁটার ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করলে মুহুর্তেই তা ভাইরাল হয়। পরে এই ভিডিও পুলিশের কাছে আসতেই তাদের গ্রেপ্তার করা হয়। ওই দুজন ব্যক্তি আরব দেশের নাগরিক। ক্রস-ড্রেসিং একটি অপরাধ। বিদেশিরা এই কাজ করলে কারাদণ্ড, জরিমানা এমনকি নির্বাসনের শাস্তির মুখোমুখিও হতে হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
