সৌদি আরবের রাজধানী রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সী আতাউর রহমান চুন্নু মারা গেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন তিনি।
এমন মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম।
মৃত চুন্নু কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীরপাইকশা চৌরাবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে একটি কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন চুন্নু। মঙ্গলবার রাতে কাজে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ বমি করেন তিনি। তাৎক্ষণিক রুমের অন্যান্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন জানান, চুন্নু গত এক বছর ৯ মাস আগে সৌদি আরবে যান। তিনি পরিবারের সুখের আশায় সেখানে পাড়ি জমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















