বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ভারতের দিল্লিতে চিকিৎসার জন্য যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েও ফেরত পাঠানো হয়েছে।
চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে যেতে চাইলে মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তাকে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।
মেজর হাফিজের বরাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ চিকিৎসার জন্য মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়। বুধবার (১৩ ডিসেম্বর) দিল্লির ফোর্টিস হাসপাতালে তার অস্ত্রোপচারের তারিখ ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
