ওমানের দাখেলিয়া অঞ্চলের নেজুয়া রোডের মেরামত কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে দেশটির দাখিলিয়াহ প্রদেশের রোডস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা। তিনি জানান, নিজওয়া এলাকার ওয়াদি আল মুইদেন রাস্তার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পূর্ণ নতুন ভাবে মেরামত করা হয়েছে। বেশকিছু দিন ধরে এই রাস্তাটি রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, যা আজ শেষ হলো।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
বিষয়টি নিয়ে দেশটির পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয় থেকেও এক বিবৃতি জারী করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিজওয়া রাজ্যের ওয়াদি আল মুইদেন রাস্তার ক্ষয়ক্ষতির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছিল। পরবর্তীতে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসলে আমরা আল দাখিলিয়াহ পৌরসভা এবং সড়ক বিভাগকে নির্দেশনা দেই সড়কটি মেরামতের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
