দীর্ঘ ৬মাস বন্ধের পর পুনরায় ওমানের মসজিদ খোলার ব্যাপারে একটি বিশেষ দল গঠন করলো সুপ্রিম কমিটি
ওমানে মহামারী করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেশটির সুপ্রিম কমিটি সপ্তাহের শেষ বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নতুন কিছু আপডেট জানিয়েছে আজ। ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাইদী জানিয়েছেন, বেসরকারি খাতের সহযোগিতায় মন্ত্রণালয় সেপ্টেম্বরের শেষ দিকে করোনা ভাইরাস রোগী পরিচালনার জন্য দেশের ফিল্ড হাসপাতালগুলো খোলার প্রস্তুতি শুরু করেছে। মন্ত্রী করোনাভাইরাস নিরসনের গঠিত সুপ্রিম কমিটির ১৪তম প্রেস কনফারেন্সে গণমাধ্যমের উদ্দেশ্য এই কথা বলেন।
করোনা প্রাদুর্ভাবে গত মার্চ মাস থেকে ওমানের মসজিদ এবং অন্যান্য উপাসনালয় বন্ধ করে দেয় দেশটির সুপ্রিম কমিটি। বর্তমানে ওমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে পুনরায় মসজিদ খুলে দেওয়ার ব্যাপারে দেশটির ধর্মীয় ও অনুদান বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে স্বাস্থ্য মন্ত্রনালয় একটি নতুন কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আজকের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমরা সেপ্টেম্বরের শেষের দিকে ওমানের ফিল্ড হাসপাতালগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা বেসরকারি খাতের সহযোগিতায় সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের উপর চাপ কমবে। সেইসাথে ৬০ বছরের বেশি বয়সের ব্যাক্তিদের প্রতিষ্ঠানে প্রবেশের নিষেধাজ্ঞার প্রত্যাহার করা হচ্ছে। তিনি বলেন, কয়েক বছর ধরে বাড়ির বাইরে থাকা অনেক নাগরিক করোনায় মৃত্যু বরন করেছেন। তবে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাগুলি মহামারীর দ্বারা প্রভাবিত হয়নি, যেমন টিকা, প্রসূতি ও শিশু যত্ন। ওমানে সংক্রমণের সংখ্যার ওঠানামা করছে, কিন্তু ক্রমবর্ধমান হার অনেক কমেছে বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে আরো জানায় আমরা করোনা ভ্যাকসিনের সকল প্রস্ততকারকের সাথে যোগাযোগ করছি। ওমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্সে যোগ দিয়েছে। এমন কিছু সংস্থা রয়েছে যারা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি মেনে চলছে না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। সংক্রমণের সংখ্যা বৃদ্ধি এড়াতে আমাদের অবশ্যই সতর্কতামূলক পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক জমায়েত এড়ানো। তিনি আরও বলেন, অনেক দেশেই এখনো করোনা রোগীর সংখ্যা সুস্থতার দ্বিগুণ। আবার অনেক দেশ তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে কোনও দেশই বলতে পারবে না যে তাদের দেশে করোনা একেবারে নির্মূল হয়েছে।
আরো পরুনঃ ওমানে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল
ওমানে নতুন করে ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে আজ। দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ৮৬ হাজার ৩৮০ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮১ হাজার ৮২৮ জন বা ৯৪.৭ শতাংশ। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক সাইফ বিন সালেম আল আব্রি বলেন, মহামারীর প্রাদুর্ভাব পর্যবেক্ষণ করতে আমরা পরীক্ষার সংখ্যার উপর নির্ভর করি না, কারণ এটি এক দেশ থেকে অন্য দেশে পৃথক হয়। এটি রোগীদের সংখ্যা এবং জনসংখ্যার ঘনত্বের উপর নির্ভর করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন পরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে এমন সকল সংস্থার সাথে আমাদের যোগাযোগ রয়েছে। এবং আমারা ভ্যাকসিনের জন্য আবেদন করেছি। ডা. সাইফ আল-আব্রি বলেন, হাসপাতালে ভর্তির সংখ্যা হ্রাস পেয়েছে ৩৮ শতাংশ, আইসিইউতে রোগী সংখ্যা ৪০% ও করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে ২৩ শতাংশ।
আরো পড়ুনঃ ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিমানবন্দর ও সীমানা খোলার বিষয়ে সুপ্রিম কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে। তিনি আরো বলেন, মসজিদসহ সকল ধর্মীয় কেন্দ্রগুলো পুনরায় খোলার বিষয়ে পর্যালোচনা করার জন্য একটি বিশেষ দল গঠন কর হয়েছে। যারা এই বিষয়টির উপর সিদ্ধান্ত জানাবে। ডাঃ সাইফ আল-আব্রি বলেন ক্লিনিকাল ট্রায়াল গুলিতে ওমানে অংশগ্রহণ ও সংস্থাগুলির সাথে সম্পর্কের আলাদা কোনো সম্পর্ক নেই। ওমানের অংশগ্রহণ সর্বদা আন্তর্জাতিক স্বীকৃত প্রোটোকলের উপর ভিত্তি করে থাকবে। ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালগুলিতে অংশ নেওয়ার ইচ্ছা ছিল ওমানের, তবে বেশিরভাগ সংস্থার অসম্ভব বা কঠিন শর্ত রেখেছিল যে কারণে ক্লিনিকাল ট্রায়ালে অংশ নেয়নি ওমান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন দেশে আইসিইউতে মৃত্যুর ৩০ শতাংশ কিডনি জনিত রোগে ভুগছিলেন। ডাঃ সাইফ আল-আব্রি বলেন পিসিআর পরীক্ষা একজন ব্যক্তি ভ্রমণের ৩ দিন আগে নেওয়া উচিত। বেসরকারী হাসপাতালগুলির জন্য চ্যালেঞ্জ হলো তারা অন্যান্য পরীক্ষাগারে নমুনা প্রেরণ করছে কিনা। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্য পদ্ধতিগুলি মহামারী দ্বারা প্রচুর প্রভাবিত হয়েছে। বিশেষ করে শল্য চিকিত্সা অন্যতম। আমরা ধীরে ধীরে মহামারীগুলির মতো ধীরে ধীরে স্বাস্থ্যসেবাও পুনরুদ্ধার করতে চাই। ডাঃ সাইফ আল আব্রি বলেন, আমরা আশা করি যে খুব শীঘ্রই পাঁচটি ভাষায় স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন (তারাসুদ +) চালু করা হবে।সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমানে পরিবর্তন হচ্ছে রাষ্ট্রদূত | Probash Time Bulletin 2.9.2020
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
