ওমান প্রবাসীদের দোড়গোড়ায় দূতাবাসের কনস্যুলার সেবা পৌঁছে দিতে আজথেকে শুরুহচ্ছে বিকেন্দ্রীকরণ সেবা কার্যক্রম। রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ারের উদ্বোধনের মধ্যদিয়ে ওমান প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতেযাচ্ছে আজ। বৃহস্পতিবার (৩-সেপ্টেম্বর) ওমানের গালফ এক্সচেঞ্জ জালান বু আলি শাখা থেকে দূতাবাসের কনস্যুলার সেবা উদ্বোধন করবেন রাষ্ট্রদূত। এরপর আগামী সপ্তাহে ওমান এক্সচেঞ্জ থেকেও এই সেবা চালু করার কথা রয়েছে।
ওমান থেকে মুঠোফোনে রাষ্ট্রদূত প্রবাস টাইমকে এই তথ্য নিশ্চিত করেছেন। আজ ওমানের জালান বু আলি গালফ এক্সচেঞ্জের শাখা থেকে অত্র অঞ্চলের প্রবাসীরা দূতাবাসের কনস্যুলার সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার। এখন থেকে মাস্কাটের বাহিরে থাকা প্রবাসীদের কনস্যুলার সেবা নিতে দূতাবাসে আসার প্রয়োজন নেই। দূতাবাসের এমন উদ্যোগে খুশি ওমান প্রবাসীরা।
উল্লেখ্য: আগে কনস্যুলার সেবা নিতে ১০০০ থেকে ১২০০ কিমি দূর থেকে মাস্কাটে এসে এরপর কনস্যুলার সেবা নিতে হতো। এতে যেমনিভাবে প্রবাসীদের প্রচুর অর্থ ব্যয় হতো, তেমনিভাবে অনেক ভোগান্তির শিকার হতে হতো। দূতাবাসের নতুন এই উদ্যোগের কারণে এখন থেকে প্রবাসীরা তাদের অঞ্চল থেকেই বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ এবং ওমান এক্সচেঞ্জের শাখা থেকে স্বল্প মূল্যে দূতাবাসের কনস্যুলার সেবা নিতে পারবেন।
আরো পড়ুনঃ ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মিজানুর রহমান
আরো দেখুনঃ ওমানে পরিবর্তন হচ্ছে রাষ্ট্রদূত | Probash Time Bulletin 2.9.2020
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
