ওমানের মাস্কাটে শুরু হয়েছে, আন্তর্জাতিক চর্মরোগ বিষয়ক ৭তম সম্মেলন। ওমানের সালতানাতে বিভিন্ন চর্মরোগ, কসমেটিক সার্জারি ও লেজার চিকিৎসার বিষয়ে সর্বশেষ আলোচনা করা হবে এবং চিকিৎসা প্রদান করা হবে।
সম্মেলনটিতে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ গ্রহনের সুযোগ থাকছে।
স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিলো ওমান সরকার। এই আন্তর্জাতিক চর্মরোগ বিষয়ক সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আশা বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিতে পারবেন প্রবাসীরা। চর্মরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন ওমান সরকার।
সম্মেলনটি চলবে দুই দিন ব্যাপী, বিশ্বের নানা প্রান্ত থেকে চর্মরোগ বিশেষজ্ঞ, কসমেটিক সার্জন, এবং লেজার বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবাটি প্রধান করবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
