ওমানে নিজের কর্মস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক প্রবাসী বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার নিকাশ কান্তি দাশ নামে ওই প্রবাসী ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে মাস্কাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিকাস দাশ চট্টগ্রামের পটিয়া থানার পাইক পাড়ার শিবু দাশের ছেলে। সুরের স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে অচল পড়ে থেকে মৃত্যুর দিন গুনছেন।

জানা যায়, দীর্ঘ ১২ বছর ধরে অসচ্ছল পরিবারে সমৃদ্ধি ফেরাতে প্রবাসে লড়াই করে যাচ্ছেন নিকাস দাশ। ৬ মাস আগে বাংলাদেশে ছুটিয়ে কাটিয়ে ফের প্রবাসে যান নিকাস। তার পরিবারে স্ত্রী এবং ২ অবুঝ শিশু আছে। বাবার আকস্মিক এমন অসুখের খবর পরিবারের সবাইকে যেন নির্বাক করে দিয়েছে। দেশে থেকে সুদূর ওমানে পড়ে থাকা নিকাস দাশের জন্য প্রার্থনা ছাড়া কিইবা করতে পারবেন তারা। এমতাবস্থায় প্রবাসী নিকাশ যেন আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে পারেন সেজন্য সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছে স্বজনরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
