সম্প্রতি শ্রম বিধি লঙ্ঘনের দায়ে ওমানে গ্রেপ্তার হওয়া প্রবাসীর সংখ্যা হু হু করে বাড়ছে। সদ্য সমাপ্ত নভেম্বরে কেবল ধোফার গভর্নরেট থেকেই ২৬২ জন প্রবাসী শ্রমিক শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে ওমান পুলিশ এবং স্থানীয় পর্যায়ে অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় দেশজুড়েই বিশেষ অভিযান চলমান রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
