ওমানের বাংলাদেশ স্কুল মাস্কাটের পক্ষথেকে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার স্কুলের বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান ডাঃ সাজ্জাদ হোসেন প্রবাস টাইমকে একটি প্রেস নোট পাঠান, আমাদের সম্মানিত পাঠকদের উদ্দেশ্যে উক্ত প্রেস বিজ্ঞপ্তি হুবহু নিম্নে তুলে ধরলাম।
সম্মানিত অভিভাবক, আসসালামুয়ালাইকুম!
করোনা মহামারী জনিত অর্থনৈতিক মন্দার কারণে এখন পর্যন্ত যে সকল অভিভাবকরা বকেয়া পরিশোধ করে তাদের সন্তানদের স্কুলে ভর্তি করাতে পারেননি তাদের জন্য সুযোগ
১. যারা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে একসাথে সকল বকেয়া পরিশোধ করবেন তাদের বিলম্ব ফি ও জরিমানা মওকুফ করে মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের মোট ফির উপর ১০,% ছাড় দেয়া হবে।
আরো পড়ুনঃ পুনরায় ওমান প্রবেশে আরওপির ছাড়পত্রের প্রয়োজন নেই
২. যারা উপরে ১ এ বর্ণিত উপায়ে একসাথে বকেয়া পরিশোধ করতেও অসমর্থ হবেন তারা শুধু মাত্র ভর্তি ফি /পুন ভর্তি ফি পরিশোধ করে শিক্ষার্থী ভর্তি করিয়ে অনলাইনে ক্লাস করার সুযোগ পাবেন। বাকী বকেয়া সমূহ জরিমানা ছাড়া কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। কিস্তিতে পরিশোধের সিডিওল শিক্ষার্থী ভর্তি করানোর পর পরই একাউন্ট বিভাগ থেকে দিয়ে দেয়া হবে। তবে এ ক্ষেত্রে ১০% ছাড় প্রযোজ্য হবে না।
এ সুযোগ ১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত প্রযোজ্য হবে। এ তারিখের পর ভর্তিকৃত শিক্ষার্থী ব্যতীত অন্য কাউকে অনলাইন ক্লাস ও স্কুলের অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেয়া হবেনা।
বিনীত ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী চেয়ারম্যান বোর্ড অব ডাইরেক্টরস বাংলাদেশ স্কুল মাস্কাট।
আরো পড়ুনঃ ঢাকা টু মাস্কাট ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
আরো দেখুনঃ দেশে এসে আটকেপড়া প্রবাসীদের পুনরায় ওমান প্রবেশে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
