কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার নিজেদের ফেজবুক পেইজে দেয়া বিজ্ঞপ্তির সাথে একটি বার্তাও জুড়ে দেয় দূতাবাস। বলা হয়, পূর্বেকার বিজ্ঞপ্তি অনুযায়ী ডিসেম্বরে নির্ধারিত নিজওয়া ও দুখুমে কনস্যুলার টিমের সফর অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।
এদিকে শুক্র ও শনিবার প্রবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জালান যাচ্ছে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। এসময় এই অঞ্চলে বসবাসরত প্রবাসীদের এমআরপি রি-ইস্যু, নতুন এমআরপি আবেদন, ই-পাসপোর্টসহ অন্যান্য কনস্যুলার সেবা দিবে দূতাবাসের ওই টিম।
মঙ্গলবারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী পহেলা ও দোসরা ডিসেম্বর বাওয়াদি বাংলাদেশ সকুল জালানে দূতাবাসের ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা কার্যক্রম চলমান থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের সাথে করে অনলাইন আবেদনের কপি, অনলাইন জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র, পূর্বের এম আর পি পাসপোর্ট এবং রেসিডেন্স আইডি সঙ্গে নিয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে। আর শুধুমাত্র ওমানে জন্ম নেয়া বাংলাদেশি নাগরিক জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। জন্ম সনদের ফি ধরা হয়েছে ২ রিয়াল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















