মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে ওমানে ‘গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ শুরু হয়েছে। শুক্রবার রাজধানীর মাস্কাট ক্লাব স্টেডিয়াম মাঠে প্রধান আতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম।
টুর্নামেন্টের এবারকার আয়োজনে মোট আটটি টিম অংশ নিয়েছে। উদ্বোধনী দিনে এইচ.এস. জালাল এফসিকে দুই শূণ্য গোলে পরাজিত করে হামেরিয়া একাদশ। বারকা এফসি ও ব্রাদার্স ইউনিয়নের খেলাটি গোলশূণ্য ড্র হয়। ওয়াদি কবির এফসিকে ২-শূন্য ফোলে হারায় আল হেইল এফসি এবং অপর খেলায় কক্সবাজার এফসিকে ১-শুন্য গোলে হারিয়ে দেয় ওএফসি।
ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন টুর্নামেন্টের প্রধান স্পনসর গাল্ফ ওভারসিজ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী। এছাড়া কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, নেতা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
