নাচের ভিডিও ভাইরাল হওয়ায় ১৮ বছর বয়সী এক মেয়েকে হত্যা করেছে পরিবারের সদস্যরা। পাকিস্তানের কোহিস্থান অঞ্চলে এমন ঘটনা ঘটেছে।
পাকিস্তানি গণমাধ্যম জিনিউজ জানায়, প্রথমে এক যুবকের সঙ্গে ভুক্তভোগী মেয়ের নাচের ভিডিও ভাইরাল হয়। পরে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা ওই নারীর পরিবারকে ডেকে হত্যার নির্দেশ দেয়। এ ঘটনায় ওই পরিবারের আরেকটি মেয়েকেও হত্যার নির্দেশ দেন তারা। তবে পুলিশ গিয়ে শেষ মুহূর্তে সেই নারীকে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ কর্মকর্তা মুফতিয়ার তানৈইল বলেন, ভুক্তভোগীর পরিবারের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওতে যে ছেলেটিকে মেয়েটির সাথে নাচতে দেখা যায়, এ ঘটনার পর সে সহিংসতার ভয়ে পালিয়েছে। পাকিস্তানের ‘অনার কিলিং’ বা সম্মান রক্ষার্থে হত্যা বেশ পুরোনো সমস্যা। এই ঘটনায় পাকিস্তানজুড়ে বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর আগে ২০১১ সালেও এক বিয়ের অনুষ্ঠানে এক পুরুষের নাচ দেখে পাঁচ নারী হাত তালি দেওয়ায় ওই পাঁচ নারীকে হত্যার নির্দেশ দেয়। ওই পুরুষের চার ভাইকেও হত্যা করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
