ওমানের সুর বাজার এলাকা থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ২ নারীসহ অন্তত ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপর এক পাকিস্তানি নারীকেও হেফাজতে নেয়া হয়। সোমবার সকালে বাজারের উত্তরাংশে বাঙালি অধ্যুষিত গলিতে এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
প্রায় এক মাস আগে বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা সেবা বন্ধ ঘোষণা করে ওমান। এরমধ্যেও একের পর এক বাংলাদেশি দেশটিতে অপরাধকাণ্ডে জড়িয়ে পড়ছেন। কমিনিউনিটি নেতারা বলছেন, যেখানে সাধারণভাবেই বাংলাদেশিদের উপরে স্থানীয় নাগরিক এবং ওমান প্রশাসন বিরক্ত সেখানে প্রবাসী বাংলাদেশিদের এমন ঘৃণিত এবং অনৈতিক কাজ প্রবাসীদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















