ইংল্যান্ডের ভিসা জন্য পাকিস্তানের করাচির গেরিতের অফিসে উপস্থিত ছিলেন অনেক ভিসা প্রার্থী। হঠাৎই টিভির পর্দায় প্রাপ্তবয়স্কদের ‘আপত্তিকর’ ভিডিও চলতে শুরু করল। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছেসোশ্যাল মিডিয়ায়।
গত ২৩ নভেম্বর ভিডিওটি ভাইরাল হতেই বিতর্কের ঝড় উঠেছে নেট মাধ্যমে। তবে এই ঘটনা কে বা কারা রেকর্ড করেছে তা জানা যায়নি।
ভিডিওতে দেখা যাচ্ছে, করাচির ওই ভিসা অফিসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেশ কয়েকজন পাকিস্তানি। ভিসা সংক্রান্ত তথ্য নিয়েই সবাই ব্যস্ত। হঠাৎই অফিসের টিভির পর্দায় ভেসে ওঠে বয়স্কদের ‘আপত্তিকর’ ভিডিও। তড়িঘড়ি অফিসের কর্মীরা টিভি বন্ধ করে দেন। এ বিষয়ে করাচির গেরিস্থ ইংল্যান্ডের ভিসা সেন্টারের বক্তব্য, ভুলবশত এই ঘটনা ঘটেছে।
ভারতের পাটনা রেলওয়ে স্টেশনে গত মার্চ মাসে একই ঘটনা ঘটেছিল। পাটনা জংশনের একটি জনাকীর্ণ প্ল্যাটফর্মে ট্রেনের সময়সূচি ঘোষণা করার জন্য ব্যাবহার করা টেলিভিশনে প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা কেন্দ্র লাস্টের একটি ভিডিও দেখা গিয়েছিল। এতে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
