এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাংকার জব্দ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। রবিবার সেন্ট্রাল পার্ক নামের ট্যাংকারটি জব্দ করা হয়। এতে তরল রাসায়নিক বহন করা হচ্ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও জোটের বাহিনী আশেপাশে রয়েছে এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এলএসইজি’র তথ্য অনুসারে, আকারে ছোট ট্যাংকারটি পরিচালনা করে ইসরায়েলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম লিমিটেড। এটি লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক নৌযান ব্যবস্থাপনা কোম্পানি।
এর আগে গত সপ্তাহে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েল সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজ জব্দ করেছিল। ওই সময় হুথিরা হুমকি দিয়েছিল, ইসরায়েলি মালিনাকানাধীন আরও জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে।
তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী ট্যাংকারটি জব্দের দায় স্বীকার করেনি। হুথিদের পক্ষ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। জোডিয়াক মেরিটাইম জানিয়েছে, ঘটনাটিকে সামুদ্রিক দস্যুতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ইরানকে বেশ কয়েকটি জাহাজে হামলার জন্য দায়ী করছে। ইরান এসব অভিযোগ অস্বীকার করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
