ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এবার সেনাবাহিনীকে ডাকা হয়েছে। গত ১২ নভেম্বর ৫ কিলোমিটার দীর্ঘ টানেলটিতে আটকা পড়েন ৪১ শ্রমিক।
১৬ দিন ধরে সেখানেই আটকে আছেন তারা। শ্রমিকদের উদ্ধারে আমেরিকা থেকে একটি ড্রিলিং মেশিন আনা হয়। সেটি দিয়ে ধ্বংসস্তূপে ৬০ মিটার লম্বা একটি পাইপ বসানোর কাজ চলছিল। কিন্তু শ্রক্রবার ড্রিলিং মেশিনটি লোহার বস্তুতে আঘাত হেনে ভেঙে যায়। এরপর রোববার থেকে হাত দিয়ে ড্রিলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
আর হাত দিয়ে ড্রিলিং করার কাজটি করার জন্যই ডাকা হয়েছে সেনাবাহিনী। এতে কাজ করবেন সেনাবাহিনীর একাধিক সদস্য। একজন ড্রিলিং করা শেষে অপর একজন আবদ্ধ স্থানে ঢুকবেন। এভাবে পর্যায়ক্রমে প্রায় ১৫ মিটার অংশ ড্রিল করা হবে। এই কাজে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাস স্যাপার্স ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এই মাদ্রাস স্যাপার্স মূলত সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কর্পসের একটি দল।
১৬ দিন ধরে টানেলে আটকে থাকা ওই শ্রমিকদের আরও কয়েকদিন এমনকি একের অধিক সপ্তাহও অপেক্ষা করতে হতে পারে। তবে ভালো খবর হলো শ্রমিকরা সুস্থ আছেন। একটি সরু পাইপের মাধ্যমে তাদের অক্সিজেন, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
