দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর ৮৫ জন অনাবাসী বাংলাদেশীকে সিআইপি বা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিত করেছে সরকার। তাদের মধ্যে ওমান থেকে দ্বিতীয় সর্বোচ্চ সিআইপি মনোনীত হয়েছেন।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত সিআইপিরা আগামী পহেলা জানুয়ারী থেকে দুই বছর পর্যন্ত সরকারের নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করবেন।
যে ৮৫ জন অনাবাসী বাংলাদেশীকে সিআইপি নির্বাচিত করা হয়েছে, তাদের মধ্যে ‘শিল্পক্ষেত্রে বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ১ জন, বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে ৭৪ জন এবং বিদেশে বাংলাদেশী পণ্য আমদানিকারক ক্যাটাগরিতে ১০ জন রয়েছেন। তালিকায় যায়গা পাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৩১ জন আমিরাত থেকে আর দ্বিতীয় সর্বোচ্চ ২২ জন ওমান থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া কাতার থেকে ৪ জন, সৌদি থেকে দুইজন এবং অন্যান্য দেশ থেকে ২৬ জন এ তালিকায় যায়গা পেয়েছেন।
এবছর ওমান প্রবাসীদের মধ্যে আছেন ইয়াসিন চৌধুরী, নুরুল আমিন, আব্দুল মান্নান, আব্দুল করিম, শেখ নবী, আবুল কালাম আজাদ, উৎপল সাহাসহ আরও ১৫ জন। এরমধ্যে ইয়াসিন চৌধুরী টানা ৯ বারের মতো সিআইপি নির্বাচিত হলেন।
নির্বাচিতরা সিআইপি কার্ডের মেয়াদকালীন সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া, দেশ বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ এবং বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য অনুমতি পাবেন।
পাশাপাশি বিজয় দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবসসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিদেশের বাংলাদেশ মিশনে রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবেন। বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন এই সিআইপিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
