হামাস-ইসরায়েল যুদ্ধবিরতিতে গাজাবাসীর জন্য ৫ টি বিমানে ১০০ টনেরও বেশি খাদ্য সহায়তা পাঠিয়েছে ওমান। ওমানি চ্যারিটেবল অর্গানাইজেশনের দেয়া তথ্য অনুযায়ী, কায়রোর ওমান দূতাবাস, মিশরীয় রেড ক্রিসেন্টের সহায়তায় রাফাহ ক্রসিং দিয়ে সাহায্য পাঠানোর জন্য এসব খাদ্য সহায়তা বৃহস্পতিবারই মিশর পৌঁছেছে। সংস্থাটি বলছে, সবসময়ের মতোই জায়নবাদিদের হামলায় ক্ষতিগ্রস্থ গাজাবাসীর পাশে থাকবে ওমান।
এদিকে যুদ্ধবিরতির প্রথম দিন গাজা উপত্যকায় ১৯৬টি ত্রাণ ও মানবিক সহায়তা পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটির ফিলিস্তিন শাখা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পিআরসিএস জানিয়েছে, শুক্রবার গাজায় মোট ১৯৬টি ত্রাণ ও সহায়তা পণ্যবাহী ট্রাক রিসিভ করেছে পিআরসিএস। এসব ট্রাকের ৮টিতে ওষুধ ও মেডিকেল পণ্য, চারটি ট্রাকে হাসপাতাল শয্যা এবং বাকিগুলোতে খাদ্য, পানি ও অন্যান্য ত্রাণসামগ্রী রয়েছে।
দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর কাতারের মধ্যস্থতায় শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। সবমিলিয়ে এবারই প্রথম যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে এত বেশি সংখ্যক পণ্যবাহী ট্রাক প্রবেশ করল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
