গুগল ক্রোম ব্যবহারের সময় স্টোরেজের চাপ কমাতে মেমোরি সেভার ফিচার চালু করেছে। এই ফিচারটি দীর্ঘ সময় ধরে ব্যবহার না করা ট্যাবগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে র্যাম ব্যবহার কমে। বর্তমানে গুগল এই ফিচারটি আরও উন্নত করার জন্য কাজ করছে।
উইন্ডোজ রিপোর্টের তথ্যানুযায়ী, বর্তমানে ক্রোমের ক্যানারি ভার্সন ১২১-এ প্রবেবিলিস্টিক মেমোরি সেভার মোডের পরীক্ষা চালাচ্ছে। ডিফল্ট হিসেবে এটি এখনো চালু করা হয়নি। দীর্ঘ সময় কোনো ট্যাব ব্যবহার না করা হলে মেমোরি সেভার ফিচার সেটিকে নিষ্ক্রিয় করে দেয় এবং এতে র্যাম ব্যবহার অনেকটাই কমে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
