মালদ্বীপে বাংলাদেশি কর্মীর সংখ্যা এক লাখের কাছাকাছি। ২০১৮ সালের পর দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ থাকলেও রেমিট্যান্স প্রবাহ থেমে থাকেনি। বরং, গত দুই বছরে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে মালদ্বীপ থেকে রেমিট্যান্স এসেছে ১০ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫৭ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে মালদ্বীপ থেকে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২২০ লাখ ইউএস ডলার। আর চলতি বছরের অক্টোবর পর্যন্ত মালদ্বীপ থেকে প্রায় ৩১০ লাখ ইউএস ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশ সরকারের ঘোষিত প্রণোদনা এবং মালদ্বীপ সরকারের বাড়তি সতর্কতার ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সহায়ক ভূমিকা রেখেছে বলে মনে করেন দেশটিতে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মাকসুদুর রহমান।
ওয়েস্টার্ন ইউনিয়ন মালদ্বীপ ব্রাঞ্জের মার্কেটিং ম্যানেজার মো. তানভীর হোসাইন খান বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠানো প্রবাসী গ্রাহকদের সুবিধার্থে আমরা সব ডকুমেন্টে রেডি করে দেই। একবার টাকা ছাড়ার পর কোনো ঝামেলা ছাড়াই পরবর্তী সময়ে টাকা ছাড়ার সুবিধা রয়েছে। মানি ট্রান্সফারের আরেকটি প্রতিষ্ঠান ভিলা ট্রাভেল ম্যানেজার সোফান মাহমুদ বলেন, গ্রাহকের সুবিধার্থে আমরা অনলাইনের নতুন সফটওয়্যারের মাধ্যমে বৈধ পথে টাকা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি।
এদিকে, বিপুল পরিমাণ বাংলাদেশি কর্মী মালদ্বীপে অবস্থান করলেও দেশটিতে নেই কোনো বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের শাখা। দেশটিতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের মাধ্যমে যেমন করে প্রবাসীদের সমস্যার সমাধান হবে, তেমনিভাবে অবৈধ হুন্ডির অপতৎপরতা বন্ধ হবে। আর এর মাধ্যমে বাড়বে রেমিট্যান্স প্রবাহ।
মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা দাবি করেছেন, রুপিয়া থেকে ডলারে কনভার্টের ক্ষেত্রে প্রতি ডলারে দুই থেকে তিন রুপি হারিয়ে যায়। ফলে ডলার কেনার ক্ষেত্রে ঝামেলা এড়াতে কেউ কেউ অবৈধ হুন্ডির আশ্রয় নেয়। এতে বাংলাদেশ সরকারের রাজস্ব ফাঁকি হয়ে যাচ্ছে। তাই মালদ্বীপে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
