প্রবাসীকে সিএনজিতে তুলে নিয়ে মারধর এবং মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মো. মহিউদ্দিন (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। গতকাল রাত সাড়ে নয়টার সময় পাহাড়তলী থানার কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হালিশহর থানার উপ পরিদর্শক সতেজ বড়ুয়া।
গ্রেপ্তার মহিউদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার মৃত মো. মোস্তফার ছেলে। হালিশহর থানার উপ পরিদর্শক সতেজ বড়ুয়া জানান, হালিশহর থানাধীন ছোটপোল এলাকায় কেনাকাটা করতে সিঙ্গাপুর মার্কেটে যাওয়ার পথে গত বুধবার দুপুরে প্রবাসী সুমন দে’র পথরোধ করে তার কাছে টাকা পাবে বলে ঝগড়া শুরু করে।
এসময় চক্রের আরো দুই সদস্য এগিয়ে জোরপূর্বক তাকে একটি সিএনজিতে তুলে দক্ষিণ কাট্টলী সাগর পাড়ের শ্মশানে নিয়ে গিয়ে দেড় লাখ টাকা দামের মোবাইল, নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
