নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের ইতালি প্রবাসী রহিমুল ইসলাম রুবেল এর স্ত্রী ফাতেমা আক্তার অর্পিতার (১৭) লাশ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে অর্পিতা আত্মহত্যা করেছে। কিন্তু অর্পিতার মা বালি আক্তারের দাবি অর্পিতাকে তার শাশুড়ি, নগদসহ স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
চাটখিল থানার ওসি ইমদাদুল হক মানবজমিনকে জানান, “ময়নাতদন্তের জন্য অর্পিতার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।” তিনি আরও জানান, “অর্পিতার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তার শাশুড়ি রহিমা বেগম (৫৫), ননদ ফারহানা আক্তার (২৮) ও ননদের জামাই মজিবুর রহমান (৪০)কে আটক করা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
