মালদ্বীপ থেকে ছুটিতে দেশে এলে প্রবাসীদের ভিসা বাতিল করে দিচ্ছে মালিকপক্ষ-কোম্পানি ও এজেন্সিগুলো। এ বিষয়ে গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা। অভিযোগ, মালিকপক্ষ কোম্পানি ও এজেন্সিগুলোর ভিসা বাতিল করে দেয়ায় ছুটিতে দেশে গিয়ে কর্মস্থলে ফিরতে পারছেন না অনেক প্রবাসী।
মালদ্বীপ এয়ারপোর্ট থেকেই তাদের ফেরত পাঠানো হচ্ছে। সোমবার এমন পাঁচ জন বাংলাদেশিসহ ৯ জন অভিবাসী শ্রমিক মালদ্বীপ এয়ারপোর্ট থেকে দেশে ফিরে গেছেন। ওই বাংলাদেশিরা ১৯ নভেম্বর রাতে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে মালদ্বীপ এসেছিলেন।
ভুক্তভোগীরা জানান, করোনার সময় থেকে এখন পর্যন্ত মালিকপক্ষ, কোম্পানি ও এজেন্সিগুলোর শ্রমিকদের না জানিয়ে এমনভাবে ভিসা বাতিল করে দিচ্ছে। কোনও কারণ ছাড়াই এরকম অনেক প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল করা হয়েছে। অথচ কেন তাদের ভিসা বাতিল করা হচ্ছে তা তাদের জানা নাই।
মালিকপক্ষ কিংবা কোম্পানিগুলো যেন এমন আচরণ থেকে বিরত থাকে, এজন্য মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। আর এ বিষয়ে লিখিতভাবে অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ মিশন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
