ওমানের ৫৩ তম জাতীয় দিবস উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারেক। এসময় দেশটির সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও ছুটি থাকবে। তবে ছুটি শেষ হওয়ার পরদিন শুক্রবার হওয়ায় টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। যাদের সাপ্তাহিক বন্ধ শুক্র এবং শনিবার তাদের ছুটির দিন পড়বে ৪ দিন।
আর বড় ছুটি পেয়ে দেশটির নাগরিক ও প্রবাসীরা হোটেল ও রিসোর্ট বুকিংয়ে ভিড় জমাচ্ছেন। ওমানের চাহিদাসম্পন্ন পর্যটন স্পট জাবাল আখদারে ইতোমধ্যে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। আল দাখিলিয়্যার বিভিন্ন হোটেল রিসোর্টে ভিড় জমাতে শুরু করেছেন তারা। এমনকি আগে যারা অল্প ছুটিতেও দেশের বাইরে ঘুরতে যেতেন এবার তারাও খরচ বেড়ে যাওয়ার কারণে দেশের বিভিন্ন পর্যটন এলাকা গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন।
এদিকে ওমানের জাতীয় দিবসের ছুটি উপলক্ষে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে। রবিবার দূতালয় প্রধানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
