বরিশালে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কের জেরে ভাজিতাকে হাতুড়ি পেটা করেছে তারই চাচা। আহত ওই ভাতিজাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের প্রবাসী ছালাম বেপারীর স্ত্রী মেহেরুন বেগমের সাথে ভাতিজা শরিফুল বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়া সর্ম্পক চলছিল। পরকীয়ার কারণে একপর্যায়ে চাচীর সাথে ভাতিজা শরিফুল বেপারীর দৈহিক সর্ম্পক গড়ে উঠে।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় মাতব্বররা সালিশ মিমাংসা করে শরিফুলকে এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞার রায় ঘোষণা দেন। দীর্ঘদিন এলাকার বাইরে থাকলেও গত শুক্রবার রাতে বাড়ির পাশে ফুফু শেফালী বেগমের ঘরে বেড়াতে আসে শরিফুল।
জানতে পেরে চাচা ছালাম বেপারী ভাতিজাকে দুই দফা হাতুরি পেটার পর কুপিয়ে গুরুতর আহত করে। বাঁধা দিতে গেলে অপর ভাতিজা সাব্বির ও শেফালী বেগমকেও মারধর করে সে। এরপর গুরুতর আহত অবস্থায় দুই ভাতিজা শরিফুল ও সাব্বিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে শরিফুলের মা শাহনাজ পারভীন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অন্যদিকে চাচা ছালাম বেপারী ভাতিজা শরিফুলকে মারধরের কথা স্বীকার করে বলেন, তার স্ত্রীর সাথে পরকীয়ার কারণে সালিশবর্গ শরিফুলকে এলাকার আসতে নিষেধ করেছিল। তার পরেও শরিফুল এলাকায় আসায় তাকে মারধর করা হয়েছে। আর ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
