মরুর বুকে নিজেদের পারফর্মেন্স দিয়ে একের পর এক বিজয় ছিনিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। শুক্রবার (১৭ নভেম্বর) ওমান ক্রিকেট বোর্ডের আয়োজিত সিনিয়র -ই-ডিভিশনে নিজেদের চতুর্থ ম্যাচে স্কিলভিশনের বিপক্ষে ৪৮ রানের বড় জয় পায় টাইগাররা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট ক্লাবের অধিনায়ক আরফাজ উদ্দিন তুষার।
উদ্বোধনী ব্যাটসম্যান সাইফুল ও আব্দুর রহমানের উড়ন্ত সূচনা, মাঝের ওভারগুলোতে ওবায়েদ খাঁনের দায়িত্বশীল ব্যাটিং এবং শেষের দিকে সোহাগ, আলম ও শাকিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের সামনে ১৬৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় টাইগাররা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে স্কিলভিশন। এরপর জাহিদ ও ওমর সানির বোলিং তোপে ১১৭ রানেই আটকে যায় স্কিলভিশন। দলের এই সাফল্য মাঠে বসে উপভোগ করেন বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের সভাপতি আশরাফুর রহমান সিআইপি এবং সেক্রেটারী শেখ ফাহাদ।
দলের আরও একটি অর্জনে সকল খেলোয়াড়, লুলু এক্সচেঞ্জ,আল হারামাইন গ্রুপ, আখতার ফার্নিচার, আল সাফার, শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট, হরমোজ গ্রুপ ও বাংলাদেশ রেস্টুরেন্টসহ সকল স্পন্সরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি আশরাফুর রহমান। এছাড়া ক্লাবের পরিচালকরা ম্যাচ শেষে ক্লাব ও হারামাইন গ্রুপের পক্ষ থেকে ওবায়েদ খাঁনকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















