পরকীয়া প্রেমিকের সাথে বিয়ের দাবিতে ৪ দিন ধরে অনশনে রয়েছে সৌদি প্রবাসী স্ত্রী। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়ের ধলনগর দক্ষিণপাড়ার সৌদি প্রবাসী সুমনের স্ত্রী অন্তরা খাতুন। সৌদি প্রবাসী সুমনের সাথে ৬ বছর আগে বিবাহ হয় কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পদ্দনগরের আমিরুলের মেয়ে অন্তরা খাতুনের।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার একই গ্রামের ধলনগর (দক্ষিণপাড়া) রশিদ বিশ্বাসের ছেলে আনিস বিশ্বাস নামের অভিযুক্ত যুবক অন্তরা খাতুনের ঘরে প্রবেশ করেন। বিষয়টি মেয়ের পরিবার এবং প্রতিবেশীরা বুঝতে পেরে ছেলেসহ মেয়েকে ঘরে আটকে রাখে। বিষয়টি ছেলের পরিবার জানতে পেরে দলবল নিয়ে মেয়ের বাড়িতে হামলা করে ঘরের তালা দরজা ভেঙে তাদের ছেলেকে জোরপূর্বক নিয়ে যায়।
এই ঘটনা এলাকায় জানাজানি হলে মেয়ে আনিচের বাড়িতে অবস্থান করে। এরপর থেকেই অভিযুক্ত যুবক আত্মগোপনে রয়েছে। অন্তরার পরিবার জানায়, মেয়ের সুখের সংসার আনিচ ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা তার সুবিচার চাই। নতুবা আমার মেয়েকে বিয়ে করে সংসার করুক।
এই বিষয়ে সরেজমিনে আনিচের বাড়িতে গিয়ে দেখা যায়। মেয়ে আনিচের বাড়িতে আছে এবং চৌরঙ্গী পুলিশ ক্যাম্পের একটি টিমও আনিচের বাড়িতে অবস্থান করছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মেয়েকে দেখতে বিভিন্ন এলাকার লোকজন অভিযুক্ত আনিচের বাড়িতে ভিড় জমাচ্ছেন। এই ব্যাপারে মেয়ের পরিবার কুমারখালী অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করছে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
